আরজি করেই পোস্টিং অনিকেতের, সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে আপিল করতে চলেছে রাজ্য সরকার

0
40

কলকাতলড়াই শুরু হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে আপিল করতে চলেছে রাজ্য সরকার (State Government)।

প্রশাসনিক সূত্রে খবর, অনিকেত মাহাতোকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন (Nabanna)। তবে সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে। একক বেঞ্চ ইতিমধ্যেই রাজ্যের পদক্ষেপে প্রশ্ন তুলে রায় দিয়েছে। এরপরই রাজ্য সিদ্ধান্ত নিয়েছে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার।

আরও পড়ুন: পুজোয় হাওড়া থেকে বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি

আইনজীবী মহল মনে করছে, এই মামলার রায় প্রশাসনিক কাঠামোর উপর বড় প্রভাব ফেলতে পারে। কারণ, এটি শুধুমাত্র একটি ব্যক্তিকে নিয়ে নয়, বরং পদায়গের নিয়মনীতি ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছে।

রাজ্যের তরফে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। শিগগিরই মামলাটি ডিভিশন বেঞ্চে ওঠার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক মহলেও এই পদক্ষেপ নিয়ে চর্চা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক নিয়ম না মেনে প্রভাব খাটিয়ে আনিকেট মাহাতোকে বসানোর চেষ্টা হয়েছে। অন্যদিকে, শাসক দলের বক্তব্য, রাজ্য সরকার আইনের পথ মেনেই কাজ করেছে।

দেখুন আরও খবর: